সিটিজেন চার্টারঃ
ক্রঃ নং |
কাজ/সেবার নাম |
উত্থাপন/নিষ্পত্তির সময়কাল |
মন্তব্য |
১। |
ক্ষুদ্রসেচ উনড়বয়নের লক্ষ্যে পানি সম্পদ উনড়বয়নে প্রয়োজনীয় নীতিমালা / পরিকল্পনা প্রণয়ন ও বাস্বতায়নে সরকারকে পরামর্শ প্রদান। |
মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে দ্রুততার সাথে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্বতায়ন কাজ সম্পাদন। |
ক্ষুদ্রসেচ নীতিমালা প্রণয়নে সরকারকে সহযোগিতা প্রদান করা হয়। |
২। |
ক্ষুদ্রসেচ উনড়বয়নের লক্ষ্যে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদ উনড়বয়নের নিমিত্ত সেচ অবকাঠামো নির্মাণ, ভূ-গর্ভস্থ ও ভূ- পরিস্থ সেচ নালা নির্মাণের মাধ্যমে সরেজমিনে দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনা (OFWM) কর্মসূচি বাস্বতায়ন।
|
প্রকল্পের মাধ্যমে পানি সম্পদ যথাযথ উনড়বয়ন ও ব্যবহারের জন্য বিভিনড়ব ধরনের সেচ অবকাঠামো নির্মাণ এবং দক্ষ সেচ ব্যবস্থার জন্য ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ সেচনালা নির্মাণ। |
প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
৩। |
দুর্গম পাহাড়ী, চর ও উপকূলীয় এলাকাসহ বিশেষ সেচ ব্যবস্থা প্রয়োগসহ সমগ্র দেশে সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ। |
সেচ এলাকা বৃদ্ধির জন্য পাহাড়ি, চর ও উপকূলীয় এলাকায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করন এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ। |
প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
৪। |
ছোট নদী, খাল, নালা ইত্যাদি সংস্কার, খনন/পুন:খনন এবং সেচ অবকাঠামো নির্মাণ করে পানির প্রাপ্যতা বৃদ্ধিসহ শক্তিচালিত ও ভাসমান পাম্প ব্যবহারের মাধ্যমে বোরো মৌসুমে ভূ-পরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ। |
ভূ-পরিস্থ পানি উনড়বয়নে existing ছোট নদী, খাল ও বিল ইত্যাদি পুনঃখননসহ সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণ এবং এ ধরনের প্রকল্প প্রণয়ন ও বাসাত বায়নের মাধ্যমে কার্য সম্পাদন। |
প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
৫। |
আধুনিক লাগসই কৃষি ও সেচ যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, ব্যবহার, সেচ ব্যবস্থাপনা উনড়বয়নে সেচ প্রকৌশল প্রযুক্তির প্রয়োগ, সেচ সম্প্রসারণ, সেচ দক্ষতা বৃদ্ধি ও ফলন পার্থক্য (Yield Gap) কমানোর উপর কৃষক প্রশিক্ষণ। |
স্থানীয় এলাকার উপযোগী লাকসই কৃষি ও সেচযন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, ব্যবহার, সেচ ব্যবস্থাপনা উনড়বয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধিতে ভূ-গর্ভস্থ (বারিড পাইপ) ও ভূ-পরিস্থ সেচনালা নির্মাণ। উল্লিখিত কার্যজম বাস্বতায়ন ও ফলন পার্থক্য কমানোর জন্য কৃষক প্রশিক্ষণ কার্যজম গ্রহণ ও সম্পাদন। |
প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
৬। |
সেচযন্ত্র, সেচ এলাকাসহ ভূ-গর্ভস্থ/ভূ-পরিস্থ পানি সম্পদ জরীপ, আধুনিক উনড়বত পদ্ধতিতে পানির সরত পরিবীক্ষণ, ৬ টি আঞ্চলিক ও ২৩০ টি মিনি ল্যাবের মাধ্যমে পানির গুণাগুণ পরীক্ষা করে বিভিনড়ব প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান। |
পানির গুণাগুণ জানার জন্য নিয়মিত পানির নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা, পানির সরত নিয়মিত পরিবীক্ষণ এবং বিভিনড়ব প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান। |
|
৭। |
আর্সেনিকসহ অন্যান্য উপাদান যা সেচজনিত পরিবেশ দূষণ সমস্যার কারণ তা অনুসন্ধান ও সমাধানের দিক নির্দেশণা প্রদান। |
সেচের পানিতে আর্সেনিক সহ অন্যান্য উপাদানের মাত্রা নিরূপণ এবং তা প্রতিবেদন আকারে প্রকাশ করা । |
|
৮। |
খরা, দুর্যোগ, ঘুর্ণিঝড়, জলোচ্ছাস ও সিডরসহ বিভিনড়ব আপৎকালীন সময়ে জরুরী ভিত্তিতে সেচ ও সেচ সংজান্ত কারিগরি সেবা প্রদান; |
প্রাকৃতিক দুর্য়োগের সময় মন্ত্রণালয়ের নির্দেশে সংশিলষ্ট এলাকায় দ্রুত কারিগরি সেবা প্রদান। |
এলাকার চাহিদা অনুযায়ী বিভিনড়ব কার্যজম বাস্বতায়ন করা হয়। |
৯। |
অকেজো / অচল গভীর নলকূপ পুনর্বাসন, নতুন নলকূপ স্থাপন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ফোর্স মোড নলকূপ স্থাপন করে ক্ষেত্রায়নের মাধ্যমে সেচ সেবা প্রদান ও সেচ এলাকা সম্প্রসারণ করণ। |
সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষদের উত্তম সেবা প্রদানের জন্য অঞ্চল ভিত্তিক বিভিনড়ব ধরনের নুতন সেচ যন্ত্র স্থাপন এবং পুরাতন সেচযন্ত্র পুনর্বাসন কাজ সম্পাদন ও ক্ষেত্রায়ন। |
প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
১০। |
গ্রামীন কৃষি ও আর্থ সামাজিক উনড়বয়নের লক্ষ্যে সরকারের বিভিনড়ব বিভাগ/ সংস্থা ও এনজিও এর সাথে যৌথভাবে / এককভাবে সমন্বিত ও আঞ্চলিক কৃষি উনড়বয়ন প্রকল্প গ্রহণ ও বাস্বতায়ন। |
গ্রামীন কৃষক ও আর্থ সামাজিক উনড়বয়নের লক্ষ্যে সরকারের বিভিনড়ব বিভাগ/ সংস্থার সাথে যৌথভাবে/ এককভাবে সমন্বিত ও আঞ্চলিক কৃষি উনড়বয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। |
মন্ত্রণালয়ের পরামর্শে বিভিনড়ব সংস্থার সাথে কৃষি উনড়বয়নে যৌথ প্রকল্প গ্রহন করা হয়। |
১১। |
নির্মাণ বিভাগের মাধ্যমে সবজি, ফলমূল ও বীজ সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণসহ বাংলাদেশ কৃষি উনড়বয়ন কর্পোরেশনের আওতায় গৃহীত সকল পূর্ত কাজের ডিজাইন, নির্মাণ ও মেরামতকরণ এবং সেচ বিভাগের আওতায় গৃহীত প্রকল্পসমূহের সেচ অবকাঠামোর ডিজাইন ও এস্টিমেট নির্মাণ বিভাগের মাধ্যমে সম্পাদন। |
নির্মাণ বিভাগের মাধ্যমে সবজী, ফলমূল ও বীজ সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং বিএডিসি‘র পূর্ত কাজের ডিজাইন, নক্সা, এষ্টিমেট ইত্যাদি প্রণয়ন ও বাস্বতায়ন। |
বিএডিসি বীজ উইং এর বীজ গুদাম, হিমাগার, সীড প্রসেসিং সেন্টার ও সংস্থার বিভিনড়ব পূর্তকাজের নির্মাণের ডিজাইন, এষ্টিমেট এবং সুপারভিশন করা হয়। |
১২। |
রিনিউএবল এনার্জি (সোলার প্যানেল) চালিত সেচ যন্ত্র সংগ্রহ/সরবরাহ ও ক্ষেত্রায়ন। |
রিনিউএবল এনাজি (সোলার প্যানেল) সেচ কার্যে ব্যবহারের জন্য পদক্ষেপ গ্রহণ। |
পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস