০৩
|
তথ্য ও উপাত্ত্ব সংগ্রহ করে সংগৃহিত তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক সাময়িক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ
|
ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্রসেচ সংক্রান্ত যাবতীয় তথ্য ও উপাত্ত্ব (সেচযন্ত্রের সংখ্যা, সেচকৃত এলাকা, সেচখরচ, উৎপাদন খরচ, উপকৃত কৃষকের সংখ্যা, পানির গুণাগুন পরীক্ষা/বিশ্লেষণ, ভুগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর পর্যবেক্ষণ, ভূপরিস্থ পানির অবস্থা, ইত্যাদি) সংগ্রহ করা। এবং ক্ষুদ্রসেচ জরিপ, সেচ খরচ, সেচের পানির গুণাগুণ, গনকু/অগনকু/পর্যাবেক্ষণ নলকুপ দ্বারা ভু-গর্ভস্থ পানির পর্যক্ষেণ, ভুগর্ভস্থ পানির তথ্য-পুস্তক, প্রশিক্ষণ নির্দেশিকা, ইত্যাদি) প্রকাশ করা ।
|