Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা

 

ফসল উৎপাদনে  কৃষকদের সহায়তা প্রদান

Ø কৃষি বিষয়ক বিশেষ করে সেচ বিষয়ক  উন্নত প্রযুক্তি সমূহ কৃষকদের নিকট হস্তান্তর (Technology Transfer)

 

Ø বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সেচ অবকাঠামো নির্মাণ এবং দক্ষ সেচ ব্যবস্থার জন্য ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ সেচনালা নির্মাণ ।

1

Ø অকেজো / অচল গভীর নলকূপ পুনর্বাসন, নতুন নলকূপ স্থাপন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ফোর্স মোড নলকূপ স্থাপন করে ক্ষেত্রায়নের মাধ্যমে সেচ সেবা প্রদান ও সেচ এলাকা সম্প্রসারণ করণ

 

Ø ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানি সূষ্ঠূ ব্যবহার করে ১১টি সৌর চালিত সেচযন্ত্রের মাধ্যমে ৮৮ হেক্টর (২২০ একর) কৃষি জমিতে সেচ এলাকা সম্প্রসারণ।

 

 

Ø সৌরশক্তির সাহায্যে সেচ পাম্প ব্যবহার করে কৃষক পর্যায়ে সৌর শক্তি ব্যবহারের আগ্রহ বৃদ্ধি করণ।

০২

প্রশিক্ষণ

Ø কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি ও সেচ দক্ষতা  সম্পর্কে কৃষকদেরকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান।

Ø প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত জনবলের কাজে সচেতনতা, আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি করা। 

০৩

তথ্য ও উপাত্ত্ব সংগ্রহ করে  সংগৃহিত তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক সাময়িক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্রসেচ সংক্রান্ত যাবতীয় তথ্য ও উপাত্ত্ব (সেচযন্ত্রের সংখ্যা, সেচকৃত এলাকা, সেচখরচ, উৎপাদন খরচ, উপকৃত কৃষকের সংখ্যা, পানির গুণাগুন পরীক্ষা/বিশ্লেষণ, ভুগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর পর্যবেক্ষণ, ভূপরিস্থ পানির অবস্থা, ইত্যাদি) সংগ্রহ করা।   এবং ক্ষুদ্রসেচ জরিপ, সেচ খরচ, সেচের পানির গুণাগুণ, গনকু/অগনকু/পর্যাবেক্ষণ নলকুপ দ্বারা ভু-গর্ভস্থ পানির পর্যক্ষেণ, ভুগর্ভস্থ পানির তথ্য-পুস্তক, প্রশিক্ষণ নির্দেশিকা, ইত্যাদি) প্রকাশ করা ।

 

০৪

স্থাপনা ভাড়া প্রদান

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচভবন এ যদি কোন জায়গা ফাকা থাকে তাহলে কৃষিমন্ত্রনালয় এর আওতাধীন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত হারে ভাড়া প্রদান